মৌমাছিরা চিনবে ক্যানসার
গন্ধবিচার করবে মৌমাছিরা। না, কোনো ফুল বা ফলের বা মধুর গন্ধ না, মৌমাছিরা চিনবে ক্যান্সারের প্রাথমিক ধাপের গন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পতঙ্গ গবেষণাগারের গবেষকরা দাবি করেছেন প্রয়োজনীয় ট্রেনিং দিলে মৌমাছিরা সহজেই ক্যান্সারের গন্ধ বিচার করতে পারবে। পর্তুগীজ গবেষক সুসানা সোয়ারেস এমন এমটি কাচের যন্ত্র তৈরি করেছেন যার দুটি কুঠরি। ছোট কুঠরিতে রোগীর নিঃশ্বাস ও অন্য কুঠরিতে প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছিরা থাকবে। যদি মৌমাছিরা ক্যান্সার রোগীদের গন্ধ যুক্ত নিঃশ্বাসের সঙ্গে আগে থেকে পরিচিত হয় তাহলে...
Posted Under : Health News
Viewed#: 43
See details.

